Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ ইনিংস পর টেস্টে ২০০ পার বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
২ এপ্রিল ২০২৪ ১৮:৫৬

২-০ তে টেস্ট সিরিজ জিতল শ্রীলংকা

টেস্টে ২৪ বছর পেরিয়ে গেলেও এখনো এই ফরম্যাটে সেভাবে আলো ছড়াতে পারেনি বাংলাদেশ। গত বছরের শেষের দিকে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে প্রথম টেস্ট জিতলেও শেষ তিন ম্যাচে আবারও সেই পুরনো রূপে বাংলাদেশ। আজ চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের শেষ ইনিংসে ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ। আর এতেই ৫ ইনিংস পর ২০০ পেরিয়েছে বাংলাদেশের স্কোর।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ দুই ইনিংসে করেছিল ১৭২ ও ১৪৪ রান। ওই ম্যাচে কিউইরা জেতে ৪ উইকেটে। লংকানদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে সিলেটেও বিপর্যস্ত শান্তরা। সেই ম্যাচের দুই ইনিংসে বাংলাদেশের স্কোর ১৮৮ ও ১৮২ রান। এই টেস্টে বাংলাদেশ রেকর্ড ৩২৮ রানের ব্যবধানে হারে।

বিজ্ঞাপন

চট্টগ্রামে সিরিজের শেষ ম্যাচের প্রথম ইনিংসেও ব্যর্থ বাংলাদেশের ব্যাটাররা। লংকানদের বিশাল সংগ্রহের পর বাংলাদেশ অলআউট হয় মাত্র ১৭৮ রানে। ফলো-অনে পড়লেও শেষ পর্যন্ত শ্রীলংকা আবার ব্যাটিংয়ে নামে।

লংকানদের দেওয়ায় ৫৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আজ দিনশেষে ২০০ পার করেছে বাংলাদেশ। সাকিব-লিটন-মিরাজের কল্যাণে ৫ ইনিংস পর ২০০ রানের দেখা পেলেন তারা।

 

সারাবাংলা/এফএম

টপ নিউজ বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ

বিজ্ঞাপন
সর্বশেষ

পাকিস্তানে শাকিব খানের ছবি
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৮

সালমান খানের আফসোস
২০ অক্টোবর ২০২৪ ১৬:৪৩

সম্পর্কিত খবর