Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নকলার ইউএনওর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তথ্য কমিশনের সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৪ ২৩:৩৮

ঢাকা: তথ্য সরবরাহে সহযোগিতা না করে আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে তথ্য কমিশন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে এই সুপারিশ করা হয়।

মঙ্গলবার (২ এপ্রিল) তথ্য কমিশন কার্যালয়ে প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এই সুপারিশ করেন।

দেশের একটি জাতীয় দৈনিকে গত ৭ মার্চ ‘তথ্য চেয়ে আবেদন করে দেশ রূপান্তর সাংবাদিক জেলে’ শিরোনামে প্রকাশিত সংবাদটি তথ্য কমিশন বাংলাদেশ পর্যালোচনা করে স্বপ্রণোদিত অনুসন্ধান করে।

আজকের শুনানিতে নকলা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বক্তব্য শুনেছে কমিশন। তথ্য প্রদানে অসহযোগিতা এবং তথ্য অধিকার আইনের প্রয়োগকে বাধাগ্রস্ত করায় ইউএনওর বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য কমিশন জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।

উল্লেখ্য, আজ তথ্য কমিশনে আসা ছয়টি অভিযোগের শুনানি করে পাঁচটি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

অসহযোগিতা টপ নিউজ তথ্য অধিকার আইন


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর