ইস্তাম্বুলে নাইট ক্লাবে ভয়াবহ আগুন, নিহত ২৯
৩ এপ্রিল ২০২৪ ১১:৫৯
তুরস্কে ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুন লেগে কমপক্ষে ২৯ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
মঙ্গলবার (২ এপ্রিল) সংস্কার কাজ করার সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। নাইট ক্লাবটি ইস্তাম্বুলের গায়রেত্তেপেতে একটি ১৬তলা আবাসিক ভবনের বেজমেন্টে অবস্থিত। তবে অগ্নিকাণ্ডের সময় নাইট ক্লাবটি খোলা ছিল না।
ইস্তাম্বুলের গভর্নর দাভুত গুল জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতদের সবাই সংস্কার কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় দগ্ধদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গভর্নরের কার্যালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের প্রকৃত সূত্রপাত জানতে এরইমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়েন। তিনি বলেছেন, যারা পরিবার-পরিজন হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।
সারাবাংলা/ইআ