Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুয়েট শিক্ষার্থীরা ছাত্রলীগের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে: ছাত্রদল

ঢাবি করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ১৩:৪১

ঢাকা: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতির প্রসঙ্গে আদালতের আদেশের প্রতি শ্রদ্ধার কথা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আবার বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি থাকা বা না থাকা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়টির সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংহতিও প্রকাশ করেছে সংগঠনটি।

ছাত্রদল বলছে, “বুয়েট শিক্ষার্থীদের অবস্থান ছাত্র রাজনীতির বিরুদ্ধে নয়; বরং ছাত্রলীগের ‘অপরাজনীতির’ বিরুদ্ধে।”

বিজ্ঞাপন

বুধবার (৩ এপ্রিল) দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতারা।

চলমান বুয়েট ইস্যুতে ছাত্রদলের অবস্থান স্পষ্টকরণ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহাবস্থানের দাবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শহিদ আবরার ফাহাদকে পূর্বপরিকল্পিতভাবে খুন করার পরে দুই একজন বাদে বুয়েটের সব শিক্ষার্থী সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদিও ফ্যাসিবাদী রাষ্ট্রে নিরাপত্তার অভাবে তারা ছাত্ররাজনীতি নিষিদ্ধ করার কথা বলেছে। ছাত্রদল মনে করে বুয়েটের শিক্ষার্থীদের আপাতদৃষ্টিতে ছাত্ররাজনীতির বিরুদ্ধে যে অবস্থান তার একক দায়ভার বাংলাদেশ ছাত্রলীগের।’

বুয়েট শিক্ষার্থীদের মনোভাবের প্রতি সংহতি জানিয়ে লিখিত বক্তব্যে ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের মতামতের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ক্যাম্পাসে অপরাজনীতির বিরুদ্ধে চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে।’

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে ছাত্রদল দাবি করে, বুয়েটের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার ষড়যন্ত্র করেছে ছাত্রলীগ। এই প্রসঙ্গে লিখিত বক্তব্যে বলা হয়, ‘বুয়েটের ক্যান্টিন, মেস, দোকানপাট থেকে চাঁদাবাজি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড থেকে টেন্ডারবাজি করতে না পারার হতাশা থেকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা ছাত্রলীগ সমর্থক নগণ্য সংখ্যক বিপথগামী বুয়েটের শিক্ষার্থীর সহায়তায় ক্যাম্পাসে পুনরায় লুটপাট এবং সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু করার ষড়যন্ত্র করেছে।’

গতকাল আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি দিয়ে ‘দুর্দিনে তাদের ছেড়ে না যাওয়ার’ অনুরোধ জানান। চিঠিতে প্রধানমন্ত্রীকে ‘অভিভাবক’ সম্বোধন করে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছাত্ররাজনীতি যাতে না ফেরে— সে বিষিয়ে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন।

এক প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘আপনারা দেখবেন, বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে সব স্লোগান ছাত্রলীগের বিরুদ্ধে। এই আন্দোলনের রাজনীতিকরণ যাতে না হয়, সেজন্য শেখ হাসিনার কথা বলে হলেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা মেধাবী, কৌশলের আশ্রয় নেবে স্বাভাবিক।’

আদালত কর্তৃক বুয়েটে ছাত্ররাজনীতি বন্ধ রাখার বিজ্ঞপ্তি জারি হওয়ার পরও সেখানে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছিলো কেন— এমন প্রশ্নের জবাবে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘আমাদের সেই কমিটি ছিলো আরও ছয়মাস আগে রেডি করা। মাত্র পাঁচজনের কমিটি ছিলো। বুয়েটের ঘটনায় কমিটির বিষয়টি সামনে আসে মাত্র! কিছু মিডিয়া সেটি করেছিলো। বুয়েটে আমাদের কোনো কার্যক্রম ছিলো না।’

এর আগে ২০১৯ সালে ছাত্রলীগ বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার পর আন্দোলনের পরিপ্রেক্ষিতে ওই বছরের ১১ অক্টোবর এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করে বুয়েট প্রশাসন। তাতে বুয়েটে রাজনৈতিক সংগঠন ও এর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেনসহ অন্যদের উপস্থিতিতে বুয়েটে ছাত্রলীগ এক অনুষ্ঠান করে বলে জানাজানি হয় গত ২৮ মার্চ। ওই দিন থেকেই ফের বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের বিজ্ঞপ্তি কার্যকরসহ ছয় দফা দাবিতে আন্দোলন শুরু করেন বুয়েট শিক্ষার্থীরা।

এদিকে ছাত্রলীগের ওই ‘অনুষ্ঠান’ আয়োজনে সহযোগিতার অভিযোগ তোলা হয় বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী ইমজিয়াজ রাব্বীর বিরুদ্ধে। শিক্ষার্থীদের আন্দোলনের পরিপেক্ষতে হলে তার সিট বাতিল করে বুয়েট প্রশাসন। অন্যদিকে বুয়েটেরই পাঁচ শিক্ষার্থী এক সংবাদ সম্মেলন করে জানান, ছাত্র রাজনীতি বন্ধ থাকার সুযোগ নিয়ে বুয়েটে ইসলামী ছাত্রশিবির ও হিযবুত তাহরীর রাজনীতি করছে।

এর মধ্যে ইমতিয়াজ রিট করেন হাইকোর্টে। সেই রিটের ওপর শুনানি নিয়েই সোমবার হাইকোর্ট আদেশ দেন, বুয়েট প্রশাসনের ২০১৯ সালের ১১ অক্টোবরের ওই বিশেষ বিজ্ঞপ্তি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। ওই বিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দেন হাইকোর্ট। এতে বুয়েটে ফের ছাত্র রাজনীতি চর্চার সুযোগ উন্মুক্ত হয়। আদালতের এ আদেশের পর বুয়েট উপাচার্য সত্য প্রসাদ মজুমদারও বলেছেন, আদালতের আদেশ শিরোধার্য।

আরও পড়ুন:
ফের উত্তাল বুয়েট, দাবি না মানলে ‘আন্দোলন চলবে’
আইনের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়: বুয়েট উপাচার্য
বুয়েটে সক্রিয় ছাত্রশিবির-হিযবুত তাহরীর— দাবি ৫ শিক্ষার্থীর
ইমতিয়াজের সিট বাতিল, ক্লাসে না ফেরার সিদ্ধান্তে অটল শিক্ষার্থীরা

সারাবাংলা/আরআইআর/এমও

ছাত্রদল ছাত্রলীগ বুয়েট শিক্ষার্থী হাইকোর্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর