Wednesday 16 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিক্ষাকে কর্মমুখী করতে সহযোগিতার আশ্বাস এডিবির

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ২৩:১২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: শিক্ষা খাতে আরও বিনিয়োগ বৃদ্ধি এবং উচ্চ শিক্ষাকে কর্মমুখী করতে ও শিক্ষার্থীদের কর্মসংশ্লিষ্ট যোগ্যতা ও দক্ষতা বাড়াতে শিক্ষা মন্ত্রণালয় যে উদ্যোগ বাস্তবায়ন করছে সেখানে সহযোগিতা করতে চায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।

বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে করেন। এ সময় তারা বাংলাদেশের শিক্ষাখাতে সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে এডিবির ভাইস প্রেসিডেন্ট ফাতেমা ইয়াসমিন বলেন, ‘এডিবির সবচেয়ে বড় সহযোগী রাষ্ট্র এখন বাংলাদেশ।’ সেজন্য সংস্থাটি বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে সহযোগিতা করতে চায়।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে আরও অন্তর্ভুক্ত ছিলেন এডিবির বাংলাদেশ মিশনের কান্ট্রি ডাইরেক্টর মি. এডিয়েনন গিনটিং, পাবলিক সেক্টর ম্যানেজমেন্ট অ্যান্ড গভর্নেন্সের সিনিয়র ডিরেক্টর মি. নিয়াজি, প্রাইভেট সেক্টর অপারেশন ডিপার্টম্যান্টের ডাইরেক্টর মি আসিফ সারদ চিমা, ডেপুটি কান্ট্রি ডাইরেক্টর মি. জিয়াংবো নিং, কান্ট্রি অপারেশন হেড মিস. না উন কিম এবং এক্সটার্নাল রিলেশনের টিম লিডার মি. গোবিন্দ বার।

সারাবাংলা/জেআর/পিটিএম

আশ্বাস এডিবি শিক্ষা সহযোগিতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর