Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএটি বাংলাদেশের হেড অব করপোরেট হলেন শাবাব আহমেদ চৌধুরী

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ এপ্রিল ২০২৪ ২৩:৫০

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের হেড অব করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে শাবাব আহমেদ চৌধুরীকে। গত ১ এপ্রিল থেকে তিনি এ পদে দায়িত্ব পালন করছেন। বিএটি গ্রুপে কাজ করার ক্ষেত্রে সম্প্রতি ১৫ বছর পূর্ণ করেছেন শাবাব। বুধবার (৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

শাবাব আহমেদ চৌধুরী এর আগে বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি যুক্তরাজ্যে ডিবিএস-এ হেড অব কমার্শিয়াল ফাইন্যান্স হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ব্যবসায় প্রশাসনে (বিবিএ) স্নাতক সম্পন্ন করেন শাবাব। ২০০৯ সালে ফাইন্যান্স ম্যানেজমেন্ট ট্রেইনি হিসেবে বিএটি বাংলাদেশে যোগদানের মাধ্যমে এ প্রতিষ্ঠানে তার পথচলা শুরু হয়।

বিভিন্ন দেশে নানান দায়িত্ব পালনের পাশাপাশি চ্যালেঞ্জিং সময়ে প্রতিষ্ঠান পরিচালনায় ভূমিকা রাখার ক্ষেত্রে অভিজ্ঞতা রয়েছে শাবাব আহমেদ চৌধুরীর। তাই, বিএটি বাংলাদেশের লিডারশিপ টিমে তার অন্তর্ভুক্তি প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করা হচ্ছে।

সারাবাংলা/জিএস/পিটিএম

বিএটি বাংলাদেশ শাবাব আহমেদ চৌধুরী

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর