Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইওয়ানের পর ভূমিকম্পে কাঁপল জাপান

আন্তর্জাতিক ডেস্ক
৪ এপ্রিল ২০২৪ ১১:০৪ | আপডেট: ৪ এপ্রিল ২০২৪ ১২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতীকী ছবি

তাইওয়ানের পর এবার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। বৃহস্পতিবার (৪ এপ্রিল) দেশটির হোনশু শহরের পূর্ব উপকূলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।

বৃহস্পতিবার ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানায়, ভূমিকম্পটি উৎপত্তি স্থল ৩২ কিলোমিটার গভীরে ছিল।

তবে এই ভূমিকম্পের পর জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি। যদিও তাইওয়ানে ভূমিকম্পের পর জাপানসহ তিন দেশে সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

এর আগে, গতকাল বুধবার (৩ এপ্রিল) সকালে স্থানীয় সময় ৭টা ৫৮ মিনিটে ভয়াবহ ভূমিকম্প আঘাতে হানে তাইওয়ানে। ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এতে ৯ জন নিহত এবং ৯০০ জন আহত হয়েছেন। ভূমিকম্পের পর তাইওয়ান, ফিলিপাইন ও জাপানে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। একইসঙ্গে উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

জাপান টপ নিউজ ভূমিকম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর