Saturday 05 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোপালগঞ্জের সড়কে প্রাণ গেল ২ তরুণের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ১২:১১

গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) রাত ১০টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর (১৮) উপজেলার দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের ওমর মাতুব্বরের ছেলে ও আরোহী ফায়জুল মাতুব্বর (১৫) একই এলাকার মোফাজ্জেল মাতুব্বরের ছেলে।

মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ শওকত হোসেন জানান, বুধবার রাতে ওই দুই তরুণ মোটরসাইকেল নিয়ে টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কে ঘুরতে বের হন। বিভিন্ন জায়গায় ঘুরে টেকেরহাটের দিকে আসার পথে রাত ১০টার দিকে মহাসড়কের শান্তিপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে পেছন থেকে মোটরসাইকেলটির ধাক্কা লাগে।

এতে মোটরসাইকেল চালক হাফিজুল মাতুব্বর ও আরোহী ফায়জুল মাতুব্বর সড়কে পড়ে যান। পরে স্থানীয়রা তাদের গুরুত্বর অবস্থায় উদ্ধার করে তাদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

সারাবাংলা/ইআ

গোপালগঞ্জ টপ নিউজ মোটরসাইকেল দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর