মুক্তিযোদ্ধাদের ঈদ উপহার দিল সিএমপি
৪ এপ্রিল ২০২৪ ১৫:৫৫
চট্টগ্রাম ব্যুরো: ঈদুল ফিতর উপলক্ষে ৫৮০ বীর মুক্তিযোদ্ধার হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে দামপাড়া পুলিশ লাইনের ইনডোর গেমস হলে মুক্তিযোদ্ধাদের হাতে তিনি এ উপহার তুলে দেন।
সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, ‘মুক্তিযোদ্ধারা মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। জাতির পিতা বঙ্গবন্ধুর আহবানে সাড়া দিয়ে যে মুক্তিযোদ্ধারা জীবনকে তোয়াক্কা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন তাদের প্রতি আমাদের ঋণ, শ্রদ্ধা ও ভালোবাসার শেষ নেই।’
‘যদিও আজ ঈদের অনুষ্ঠান নয়, তবুও অনুভব করছি ঈদ আনন্দের মতোই। এ আনন্দ আমাদের মাঝে বিরাজ করছে কারণ আমরা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে পারছি। আমাদের বীরদের যদি আমরা সম্মান না জানাই, আমাদের দেশে বীর জম্ম নেবে না।’
এসময় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ আহাম্মদ, উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশ ও মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ।
সারাবাংলা/আইসি/এনইউ