অটোরিকশায় বাসের ধাক্কা, প্রাণ গেল শিশুর
৪ এপ্রিল ২০২৪ ১৮:৫০
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের রাউজান উপজেলায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) উপজেলার চারাবটতল এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ জানিয়েছে।
নিহত রাইসা রাউজানের আঁধারমানিক গ্রামের মো. এমরানের মেয়ে বলে জানা গেছে।
রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম জানান, মা ও নানীর সঙ্গে অটোরিকশার যাত্রী ছিল রাইসা। তাদের নিয়ে অটোরিকশাটি আলীখিল গ্রাম থেকে এসে মূল সড়কে উঠছিল। এসময় সড়কের পাশে একটি পিকআপ ভ্যান দাঁড়ানো ছিল।
‘গ্রামীণ সড়ক থেকে মূল সড়কের প্রবেশমুখেই পিকআপটি দাঁড়ানো ছিল। এজন্য অটোরিকশা মূল সড়কে ওঠার সময় দেখা যায়নি। রাঙামাটিগামী পাহাড়িকা সার্ভিসের একটি বাস দ্রুতগতিতে ওই এলাকা অতিক্রম করতে গিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। অটোরিকশাটি একেবারে দুমড়ে-মুচড়ে গেছে।’
অটোরিকশায় থাকা রাইসার মা ও নানীসহ আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানান এসআই সিরাজুল ইসলাম।
সারাবাংলা/আরডি/এনইউ