Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিম্ন আদালতের শুনানিতে পরতে হবে না কোট-গাউন

স্টাফ করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ২১:৫০

ঢাকা: দেশে চলমান তাপপ্রবাহের কারণে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে মামলার শুনানিকালে বিচারক ও আইনজীবীদের কালো কোট এবং গাউন পরিধান করতে হবে না।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) অধস্তন আদালতে বিচারক ও আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে অধস্তন আদালতে মামলা শুনানিকালে পরিধেয় পোশাকের বিষয়ে এমন সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রধান বিচারপতির আদেশক্রমে, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনায় এ সিদ্ধান্ত হয়েছে।

আগামী ৮ এপ্রিল হতে পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত সিদ্ধান্ত বলবৎ থাকবে।

সারাবাংলা/কেআইএফ/একে

কোট-গাউন নিম্ন আদালত

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর