Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠিতে বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৪ ২১:৫৫

ঝালকাঠি: জেলার রাজাপুরে বাসচাপায় মহিউদ্দিন (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের রাজাপুর ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা ও মধ্য বাজারের ফার্নিচার ব্যবসায়ী কবির হোসেন ইকবালের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী ইতি পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায় এবং মহিউদ্দিন গুরুত্বর আহত হন। পরে তাকে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

নিহতের পিতা কবির হোসেন ইকবাল বলেন, ‘মহিউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে মারা যায়। এখন তার মরদেহ নিয়ে বাড়ি যাচ্ছি।’

এ বিষয়ে রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) জসিম বলেন, ‘ঘাতক বাসটি পালিয়ে গেছে। এ ঘটনায় পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

ঝালকাঠি নিহত মোটরসাইকেল চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর