Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিজেদের ভুলেই হেরেছে ইউনাইটেড’

স্পোর্টস ডেস্ক
৫ এপ্রিল ২০২৪ ১৪:০৪

অবিশ্বাস্য এক ম্যাচে ৪-৩ গোলে জিতেছে চেলসি

প্রিমিয়ার লিগের জমজমাট এক ম্যাচে চেলসির কাছে ৪-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুতে পিছিয়ে পড়লেও ম্যাচের অন্তিম মুহূর্তে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল ইউনাইটেড। তবে অবিশ্বাস্যভাবে ফিরে এসে শেষ মুহূর্তে পালমারের হাটট্রিক গোলে ম্যাচ জিতে নেয় চেলসি। এমন হারের পর রীতিমত বিধ্বস্ত ইউনাইটেড শিবির। ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেস বলছেন, নিজেদের ভুলের কারণেই হারতে হয়েছে দলকে।

আরও পড়ুন- রোমাঞ্চে ভরা ম্যাচে চেলসির জয়

ঘরের মাঠে ২-০ গোলের লিড নিয়েছিল চেলসিই। পরে দুই গোল শোধ করে ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আরেকটি গোল পেয়ে ৩-২ গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৯০ মিনিট পর্যন্তও জয়ের সুবাস পাচ্ছিল টেন হাগের দল। তবে তাদের জয়ের স্বপ্ন ধূলিসাৎ করে অতিরিক্ত সময়ে করা পালমারের দুই গোলে ৪-৩ ব্যবধানে ম্যাচ জয় নিশ্চিত করে চেলসি।

জয়ের মুখ থেকে এভাবে হার মানতে পারছেন না ইউনাইটেডের কেউই। ফার্নান্দেস বলছেন, যোগ করা সময়ে নিজেদের ভুলের কারণেই হারতে হয়েছে তাদের, ‘ম্যাচ আমাদের হাতে ছিল। এটা মেনে নেওয়া কষ্টকর। শেষ মুহূর্তে আমরাই জিতে যাওয়ার অবস্থায় ছিলাম। কিন্তু চেলসি দুটি সুযোগ পেয়েছে, দুটিই গোল হয়েছে। কর্নারের সময় আমাদের আরও দ্রুত মার্ক করা উচিত ছিল। সেরকমটা হলে গোল নাও হতে পারত। গত কয়েক ম্যাচেই আমরা অনেক বেশি সুযোগ দিয়েছি গোল করার।’

ইউনাইটেড কোচ এরিক টেন হাগও দলের এমন পরাজয় সহজে মানতে পারছেন না, ‘নিরপেক্ষ দর্শকের জন্য এটা দারুণ ম্যাচ ছিল। দুই দলই দারুণ ফুটবল খেলেছে। আমরা ম্যাচে দাপটের সাথে খেলেছি। কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আমাদের ফুটবলাররা অনেক ভুল করেছে। এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। ইউনাইটেড ফুটবলারদের শিখতে হবে কীভাবে জয় নিশ্চিত করে মাঠ ছাড়তে হয়।’

সারাবাংলা/এফএম

চেলসি প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর