Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেট্রোরেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতি

সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৪ ২১:৩৮ | আপডেট: ৬ এপ্রিল ২০২৪ ১১:৫৭

ঢাকা: রাজধানীর রূপনগরে মেট্রোরেলের কনস্ট্রাকশন কাজে নিয়োজিত চীনের এক ঠিকাদারি প্রতিষ্ঠানের কারখানায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপনগর থানায় ‘সিনোহাইড্রো’ নামের ওই প্রতিষ্ঠনের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

রূপনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মজিদ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গত মঙ্গলবার (১ এপ্রিল) ইফতারের আগে রূপনগর থানাধীন বেড়িবাঁধ এলাকার ওই প্রতিষ্ঠানের মালামাল রাখার স্থানে ট্রাক নিয়ে লুটপাট চালায় ৮-১০ সদস্যের একদল ডাকাত। এ সময় তারা সিনোহাইড্রোর নিরাপত্তারক্ষীসহ কর্তব্যরত কর্মচারীদের বেঁধে গাড়িতে করে প্রায় ২৫ লাখ টাকা মূল্যের মালামাল ডাকাতি করে।

রূপনগর থানার ওসি আব্দুল মজিদ বলেন, ‘মামলার তদন্তের স্বার্থে এখন কিছুই বলা যাচ্ছে না। ডাকাতি কাজে ব্যবহৃত গাড়িটি শনাক্ত করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

সারাবাংলা/ইউজে/একে

টপ নিউজ ঠিকাদারি কারখানা ডাকাতি মামলা মেট্রোরেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর