Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে শ্রমিক নেতাসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ১৩:২২

বগুড়া: বগুড়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে মোটর শ্রমিক নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। এ কারণে বগুড়া-নওগাঁ সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক ফাহিম হোসেন মণ্ডল (৫৫), চেইন মাস্টার আলমগীর হোসেন (৪২) ও আব্দুল হান্নান (৪৫)।

পুলিশ জানায়, প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁ যাচ্ছিল। পথে বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে নওগাঁ থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করে।

গুরুতর আহত তিনজনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন নারীও রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, দুর্ঘটনার কারণে বগুড়া-নওগাঁ সড়কে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে। এ কারণে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে।

সারাবাংলা/এনএস

বগুড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর