একদলীয় নয়, এক ব্যক্তির নির্বাচন হয়েছে : সিপিবি সভাপতি
৬ এপ্রিল ২০২৪ ২১:০৭
চট্টগ্রাম ব্যুরো: দ্বাদশ সংসদ নির্বাচনকে এক ব্যক্তির নির্বাচন বলে উল্লেখ করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহআলম।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে নগরীতে দলীয় কার্যালয়ে সিপিবির চট্টগ্রাম বিভাগীয় কমিটির সমন্বয় সভায় শাহআলম একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে শাহআলম বলেন, ‘সাত জানুয়ারি এটি কি নির্বাচন হয়েছে? আমরা বলছি, একদলীয় নির্বাচন। আসলে এটি শুধু একদলীয় নির্বাচন নয়, এটি এক ব্যক্তির নির্বাচন হয়েছে। এক ব্যক্তি যাকে যেভাবে যে আসনে চেয়েছেন, তাকে সেই আসনে বসানো হয়েছে। নির্বাচনের নামে জাতির সঙ্গে প্রহসন হয়েছে। নাগরিকদের ভোটাধিকার হরণ করা হয়েছে। দেশের মানুষ এই একদলীয়, এক ব্যক্তির নির্বাচন প্রত্যাখান করেছে।’
নির্বাচনের পর দেশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ‘দেশের মানুষ এক দুর্বিষহ পরিস্থিতিতে দিন কাটাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, লুটপাট, সিন্ডিকেটবাজিতে মানুষ আজ দিশেহারা। সরকারের পৃষ্ঠপোষকতা পাওয়া কিছু লুটেরা ছাড়া দেশের ৯৫ ভাগ মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠছে। গরিব-মধ্যবিত্ত দু’বেলা দু’মুঠো খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য, চলমান দুঃশাসনের অবসানের জন্য, ভোট ও ভাতের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য সিপিবি লড়াই করছে। এ লড়াই চলবে। এ লড়াইয়ের মধ্য দিয়ে জনগণের রাজনীতি গড়ে তুলতে হবে।’
তিনি আরও বলেন, ‘এ লড়াই এক লুটেরাকে হটিয়ে আরেক লুটেরাকে ক্ষমতায় বসানোর লড়াই নয়। এ লড়াই জোট-মহাজোটের বাইরে বাম বিকল্প শক্তি গড়ে তোলার লড়াই। আওয়ামী লীগ-বিএনপির ক্ষমতার পালাবদল আমরা অনেকদিন দেখেছি। এদের মধ্যে নীতির কোনো ফারাক নেই। এদের হাতে জনগণের মুক্তি নেই। সিপিবির নেতৃত্বে জনগণের পক্ষের রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।’
চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহার সভাপতিত্বে সভায় সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য পরেশ কর। আরও বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা কমিটির পক্ষে কানাই দাশ, নুরুচ্ছাফা ভূঁইয়া, সাজিদুল ইসলাম, ইমাম হোসেন স্বপন, আবু তাহের ভূঁইয়া ও আমির হোসেন।
সারাবাংলা/আরডি/একে