Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বারুনী পূণ্যস্নানে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৪ ২১:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পঞ্চগড়: জেলার বোদা উপজেলায় তিন দিনব্যাপী হিন্দু সম্প্রদায়ের বারুনী মহাস্নান উৎসবে বাবা-মার সাথে এসে নদীর পানিতে ডুবে ধনঞ্জয় (৪) নামের এক শিশু মারা গেছে।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু আটোয়ারী উপজেলার চুচুলি বটতলী এলাকার রবিচন্দ্র বর্মনের ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সনাতন সম্প্রাদায়ের পুণ্যার্থী ও সাধু-সন্ন্যাসীরা নিজেদের পাপমুক্ত করা ও পুণ্যতার আশায় প্রতিবছর বোদা উপজেলার বোয়ালমারী এলাকার করতোয়া নদীতে স্নান করতে আসে। এই স্নানকে বলা হয় বারুনী মহাস্নান উৎসব। সেই সূত্রে এসেছিল ওই শিশুটির মা-বাবাও। স্নানের এক পর্যায়ে ধনঞ্জয় নদীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, শিশুর মৃতদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সারাবাংলা/পিটিএম

বারুনী পূণ্যস্নান শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর