Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মহানন্দায় ডুবে মারা গেল ৩ শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৪ ০০:০৪

চাঁপাইনবাবগঞ্জ: জেলার মহানন্দা ও পাগলা নদীতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ এপ্রিল) সকালে শিবগঞ্জ উপজেলার তর্তিপুর ও দুপুরে ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে ডুবে মারা যায় তারা।

নিহতদের মধ্যে ভোলাহাট উপজেলার দুজন হলেন- রাধানগর কলোনীর আব্দুল কাদেরের ছেলে জিহাদ মিয়া (১৩) ও সুবেদ মিস্ত্রির ছেলে আজিজুল হক (১২)। আর শিবগঞ্জ উপজেলার তর্তিপুরে মারা গেছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা রানীহাটি কামার পাড়ার রুপকুমারের মেয়ে।

বিজ্ঞাপন

ভোলাহাট থানার ওসি সুমন কুমার ও ফায়ার সার্ভিসের টিম লিডার ফরিদ উদ্দীন জানান, দুপুরে ভোলাহাটের বজরাটেক এলাকায় মহানন্দা নদীতে গোসল করতে যায় জিহাদ ও আজিজুলসহ আরও দু’জন। তারা বল নিয়ে খেলছিল। এমন সময় চারজনই স্রোতে ভেসে যায়। কিন্তু তাদের মধ্যে দু’জন সাঁতরে তীরে উঠলেও তলিয়ে যায় জিহাদ ও আজিজুল। পরে বেলা ৩ টার দিকে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, সকালে শিবগঞ্জে তর্তিপুরে গোসল করতে নামে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী প্রিয়াঙ্কা। কিন্তু অসাবধানতাবশত হঠাৎ সে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন তথ্যটির সত্যতা নিশ্চিত করেছেন।

সারাবাংলা/পিটিএম

৩ শিশু মহানন্দা মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর