Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেপালি শিক্ষার্থী বিনিশার মৃতদেহ ঢামেক মর্গে


১৯ ডিসেম্বর ২০১৭ ২৩:২৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেডিক্যাল করেসপন্ডেন্ট

রাজধানীর ভাটারা থানায় আত্মহত্যা করা নেপালি শিক্ষার্থী বিনিশা সাহ এর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিয়ে আসা হয়েছে। রাত পৌনে দশটার দিকে মৃতদেহ মর্গে নিয়ে আসেন ভাটারা থানার উপপরিদর্শক শামীম হাসান মোল্লা।

বিনিশার সুরতহাল প্রস্তুতকারী উপপরিদর্শক শামীম হাসান মোল্লা বলেন, বিনিশার গলায় অর্ধাকৃতির একটি দাগ রয়েছে। এছাড়া তার শরীরে আরও কোথাও কোন আঘাতের চিহ্ন নেই।

বিনিশা সাহ ভাটারা পাইওনিয়ার ডেন্টাল মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ছিলেন। তিনি ঐ মেডিক্যাল কলেজের হোস্টেলের তৃতীয় তলার দুই নম্বর কক্ষে থাকতেন।

উপপরির্দশক শামীম হাসান মোল্লা সারা বাংলাকে জানান, আজ ১৯ ডিসেম্বর তার পরীক্ষা ছিল। কিন্তু পরীক্ষা শেষ হবার আগেই সে তার কক্ষে চলে আসে। পরে তার রুমমেট রাকশা দুপুর সোয়া একটার দিকে কক্ষে আসার পর কক্ষটি ভেতর থেকে লক করা দেখতে পায়। ডাকাডাকির পরেও বিনিশা দরোজা না খোলায় হোস্টেলের দারোয়ানকে ডেকে নেয়।

বিজ্ঞাপন

দারোয়ানের কাছে থাকা বিকল্প চাবি দিয়ে দরোজা খুলে সে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো বিনিশার ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। হোস্টেল কর্তৃপক্ষ পরে পুলিশকে খবর দিলে পৌনে তিনটার দিকে বিনিশাকে উদ্ধার করা হয়।

সারাবাংলা/এসআর/জেএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর