Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোজাম্বিকে কলেরা থেকে বাঁচতে গিয়ে নৌকা ডুবে ৯১ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৪ ০৯:৩৪ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ১৫:১১

মোজাম্বিকের উত্তর উপকূলে নৌকা ডুবে ৯১ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। নামপুলা প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন, জাহাজে থাকা ১৩০ জনের মধ্যে অন্তত পাঁচজনকে উদ্ধার করা হয়েছে।

নামপুলা প্রদেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলেরা থেকে বাঁচতে অনেকেই এই প্রদেশ ছাড়ছেন। মাছ ধরার নৌকাকে যাত্রীবাহী নৌকায় রূপান্তর করে ১৩০ জন যাত্রী প্রদেশের একটি দ্বীপের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। দ্বীপে পৌঁছানোর পথে নৌকা ডুবে যায়।

বিজ্ঞাপন

নামপুলার সেক্রেটারি অফ স্টেট জেইম নেটো বলেছেন, নৌকাটি যাত্রী বহনের উপযুক্ত ছিল না। তার উপর আবার সক্ষমতার চেয়ে বেশি যাত্রী উঠেছিলেন। ফলে নৌকাটি ডুবে গেছে। ৯১ জনের মৃত্যুর নিশ্চিত তথ্য পাওয়া গেছে। নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে।

তিনি বলেন, উদ্ধারকারীরা পাঁচজন জীবিত ব্যক্তিকে খুঁজে পেয়েছেন। বাকিদের খুঁজে পেতে আরও সন্ধান করছেন তারা। কিন্তু সমুদ্র পরিস্থিতি উদ্ধার অভিযান কঠিন করে তুলেছে।

গত বছরের জানুয়ারি থেকে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কলেরায় নামপুলা প্রদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনিসেফের মতে, বর্তমান প্রাদুর্ভাব ২৫ বছরের মধ্যে সবচেয়ে খারাপ।

সারাবাংলা/আইই

টপ নিউজ মোজাম্বিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর