উৎপল ফিরেছেন অবশেষে
২০ ডিসেম্বর ২০১৭ ০৮:৩২ | আপডেট: ১৭ মার্চ ২০১৮ ১৬:০৯
সারাবাংলা ডেস্ক
দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর তরুণ সাংবাদিক উৎপল দাস ফিরেছেন। মঙ্গলবার রাত ১২টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা এলাকায় তাকে পাওয়া যায়।
উৎপল রাতেই তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগর এলাকার বাসায় ফিরে গেছেন। বুধবার সকালে সারাবাংলাকে তিনি বলেন, মায়ের সাথে অভিমান করে ঘুরতে বেরিয়েছিলাম। যেখানে ছিলাম সেখানে ভাল লাগছিল না তাই আবার মায়ের কাছে ফিরে এসেছি।
এর আগে মঙ্গলবার রাতে সারাবাংলাকে তিনি বলেন, ‘আমি কোথায় ছিলাম, কীভাবে ছিলাম এ প্রশ্ন করবেন না।’
উৎপলের খবর পেয়ে রাত ২টা ২০ মিনিটে ভুলতা পুলিশ ফাঁড়িতে ছুটে আসেন উৎপলের বাবা ও বোনসহ পরিবারের অন্যান্য সদস্যরা। এসেই উৎপলকে জড়িয়ে ধরেন তার মা। পরে ভুলতা পুলিশ ফাঁড়ি থেকে উৎপলকে পরিবারের কাছে হস্তান্তর করা হলে একটি মাইক্রোবাসে করে তারা বাড়ির উদ্দেশে রওয়ানা হন।
মঙ্গলবার রাতে উৎপলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চিত্তরঞ্জন দাস বলেন, কিছুক্ষণ আগে উৎপল তার মায়ের সঙ্গে কথা বলেছে। সে এখন বাসায় ফিরে আসছে।
এর আগে পূর্বপশ্চিমবিডি ডট নিউজ অনলাইনের প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান রাতে সারাবাংলাকে বলেন, `উৎপলকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। সে সুস্থ আছে। সে এখন বাসায় যাচ্ছে। সে ২/১ দিনের মধ্যে পূর্বপশ্চিমবিডিতে যোগ দিবে বলে জানিয়েছে।’
উৎপলের বন্ধু সমকালের সাংবাদিক রাজিব আহমেদ গণমাধ্যমকে জানান, রাত ১২টার দিকে কে বা কারা উৎপলকে নারায়ণগঞ্জের ভুলতা এলাকায় রেখে যায়।
সাংবাদিক উৎপল গত ১০ অক্টোবর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। তিনি ঢাকার ফকিরাপুল এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরার রাধানগরে। ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়েছিলেন উৎপলের বাবা চিত্তরঞ্জন দাস। তার সন্ধানের দাবিতে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছিল সাংবাদিক সংগঠনগুলো।
সারাবাংলা/টিএম/আইজেকে