Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩ ইউপি সদস্যকে পেটানোর অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ২০:৩৬

মানিকগঞ্জ: জেলার শিবালয় উপজেলার আরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে তিন ইউপি সদস্যকে পিটিয়ে আহত করারসহ তাদের মোটরসাইকেল নদীতে ফেলে দেওয়া অভিযোগ উঠেছে। আহত ওই তিন জনকে মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যানের চাচাকে সমর্থন না দিয়ে অন্য প্রার্থীর পক্ষে থাকায় তাদের ওপর হামলা হয়েছে বলে দাবি তিন ইউপি সদস্যের। রোববার (৭ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

আরুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন জানান, তারা পাঁচ ইউপি সদস্য রোববার রাতে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রহিম খানের ডাকে দেখা করতে যান। প্রতিবছরের মতো এবারও তিনি দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণের জন্য আমাদের ডেকেছিলেন।

তিনি বলেন, ‘রাত ১২টার দিকে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য জমাত আলী ও ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আয়নাল মোল্লাকে তাদের বাড়িতে নামিয়ে দিয়ে মোটরসাইলে যোগে বাড়ি ফেরার পথে কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামনে তাদের দুটি মোটরসাইকেল গতিরোধ করেন আরুয়া ইউপি চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিন খান অনিক ও তাদের লোকজন। এ সময় চেয়ারম্যান জানতে চান- কোথায় যাওয়া হয়েছিল? রহিম খানের কাছে যাওয়ার কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান নিজে ও তার লোকজন আমাদের ওপর ধারালো অস্ত্র, হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে হামলা করে। এতে আমার মাথা ও পিঠ ধারালো অস্ত্রের আঘাতে মারত্বক যখম হয়।’

তিনি আরও জানান, তারা ইউপি সদস্য দেলোয়ারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত ও পা ভেঙে দেয় এবং ইউপি সদস্য সোহেল রানাকে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে আহত করে। এ ছাড়া, তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল পদ্মা নদীতে ফেলে দেয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে চেয়ারম্যান তার লোকজন নিয়ে চলে যায়। তখন স্থানীয় লোকজন তাদের মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে।

আরেক ইউপি সদস্য সোহেল রানা বলেন, ‘চেয়ারম্যানের চাচা বর্তমান শিবালয় উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউর রহমান খান জানু এবারও নির্বাচন করবেন। অন্যদিকে, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম খানও নির্বাচন করবেন। আমরা গরিব মানুষের জন্য রহিম খানের কাছ থেকে ঈদের শুভেচ্ছা আনার কারণে আমাদের ওপর হামলা হয়েছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে আরুয়া ইউপি চেয়ারম্যান মোনায়েম মোন্তাকিন অনিক বলেন, ‘তিনি ইউপি সদস্যের সঙ্গে কারও মারামারি হয়েছে বলে শুনেছি। সোমবার (৮ এপ্রিল) সারাদিন ভিজিএফ’র চাউল বিতরণে ব্যস্ত ছিলাম। তাই তাদের বিষয়ে খোঁজ-খরব নেওয়া হয়নি।’ হামলার ঘটনায় আপনি জড়িত কি না?- এমন প্রশ্নের জবাবে ইউপি চেয়ারম্যান বলেন, ‘কাল রাতে কোথায় ঘটনা ঘটেছে আমি এর কিছুই জানি না। জড়িত থাকার প্রশ্নেই ওঠে না।’

শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ সরকার বলেন, ‘ইউপি সদস্যদের মারধরের ঘটনা লোক মারফত শুনেছি। সোমবার দুপুরে ঘটনাস্থলের পাশে পদ্মা নদী থেকে পুলিশ দুটি মোরসাইল উদ্ধার করেছে। হামলার ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

অভিযোগ ইউপি চেয়ারম্যান টপ নিউজ হামলা

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর