Friday 11 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ হাজার পরিবার পেল শিক্ষামন্ত্রীর ইফতার সামগ্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ২২:২৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৪ ২২:২৮

চট্টগ্রাম ব্যুরো: রমজানে মাসব্যাপী আয়োজনে নিজ নির্বাচনি এলাকায় ১২ হাজার পরিবারকে ইফতার সামগ্রী ও ৫ হাজার মানুষকে উপহার হিসেবে ঈদবস্ত্র বিতরণ করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

 সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া-চকবাজার) আসনের বিভিন্ন ওয়ার্ডে ইফতার ও ঈদবস্ত্র বিতরণ কার্যক্রম শেষ হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোট ১৪টি ওয়ার্ডের ১২ হাজার পরিবারের মধ্যে প্রতি পরিবারকে ৫ কেজি চাউল, ২ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ টি কনডেন্স মিল্ক, ২০০ গ্রাম চা-পাতা ও ১ কেজি লবণ দেওয়া হয়েছে।

সমাপনী দিনে শুভেচ্ছা বার্তায় শিক্ষামন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন মানুষের পাশে দাঁড়াতে। সে নির্দেশনা অনুসারে রমজানের উপহার বিতরণ করেছি। আওয়ামী লীগ সাধারণ মানুষের কথা ভাবে। মানুষকে কিভাবে সহযোগিতা করা যায়, সে কথা ভাবে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা করোনা মহামারি থেকে শুরু করে সব দুর্যোগে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন।’

সারাবাংলা/আরডি/একে

ইফতারসামগ্রী বিতরণ শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর