Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধর্ম যার যার, উৎসব সবার-অপব্যাখা করছে পাকিস্তানি প্রেতাত্মারা’

স্পেশাল করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৪ ২২:২৭

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো: ধর্ম যার যার, উৎসব সবার- এ উক্তির অপব্যাখা করে পাকিস্তানি প্রেতাত্মারা ঐক্যবদ্ধ জাতিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

সোমবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো চট্টগ্রামবাসীর জন্য ঈদুল ফিতরের শুভেচ্ছা বার্তায় সিটি মেয়র একথা বলেন।

ঈদুল ফিতরকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন বৃদ্ধির উৎসবে পরিণত করার আহবান জানিয়ে মেয়র বলেন, ‘এক মাসের সিয়াম সাধনা আমাদের ধনী-দরিদ্রের ব্যবধান ভুলে সাম্যের সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। শ্রেণিভেদ আর বৈষম্য ভুলে সমাজকে ঢেলে সাজানোর অনুপ্রেরণা যোগায়। ঐতিহাসিকভাবেই ঈদুল ফিতর ধর্মীয় ভেদাভেদ ভুলে সব ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধির উৎসব হিসেবে স্বীকৃত।’

সাম্প্রতিক সময়ে প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর তৎপরতায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘একাত্তরের পরাজিত শক্তি বিভিন্ন অপকৌশলে ব্যর্থ হয়ে এখন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। এজন্য নানা অপকৌশল, গুজব আর অপব্যাখ্যার আশ্রয় নিচ্ছে। উস্কে দিচ্ছে জঙ্গিবাদ, তৈরি করছে সাম্প্রদায়িক উত্তেজনার পরিবেশ। এমনকি ধর্ম যার যার, উৎসব সবার- এ মহতী উক্তির অপব্যাখ্যা দাঁড় করিয়ে মানুষকে বিভ্রান্ত করছে পাকিস্তানের প্রেতাত্মারা। তারা ধর্মীয় ভেদাভেদকে সামনে এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বজ্রকঠিন ঐক্যবদ্ধ জাতিকে পরস্পর থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছে।’

‘সবার প্রতি আমার আহবান, একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র গড়ার প্রত্যাশায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যুদ্ধ করে স্বাধীন বাংলাদেশ গড়েছি। বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের এক রোলমডেলে পরিণত হয়েছে। আমাদের সজাগ থাকতে হবে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কোন বিচ্যুতি না আসে।’

তিনি আরও বলেন, ‘ঈদ শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং এটি সকলের জন্য ঐক্য ও সৌহার্দ্যের বার্তা। এই পবিত্র দিনে আমাদের সকলের উচিত ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সকলের সাথে মিলে-মিশে আনন্দ উদযাপন করা। আমাদের সকলের উচিত ঈদের এই পবিত্র উৎসবে সকলের প্রতি সহানুভূতি ও শ্রদ্ধাশীল আচরণ প্রদর্শন করা। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করে আগামীর বাংলাদেশ হবে অসাম্প্রদায়িক, সাংস্কৃতিক বহুত্ববাদী এবং উন্নত বাংলাদেশ- এই হোক আমাদের শপথ।’

এদিকে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন ঈদুল ফিতর উপলক্ষে দেশের সকল শ্রেণি-পেশার নাগরিকদের শুভেচ্ছা জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর