বাহারি টুপির সমাহার | ছবি
৯ এপ্রিল ২০২৪ ০৯:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ১১:৪৮
ঈদুল ফিতর সমাগত। স্বাভাবিকভাবেই বাড়তি চাহিদা এখন টুপির। রাজধানীর টুপির বাজারের বড় একটি অংশই সরবরাহ করে কামরাঙ্গীরচরের বিভিন্ন টুপি কারখানা। ঈদ সামনে রেখে সেসব কারখানায় এখন তুমুল ব্যস্ততা। কারিগরদের নিপুণতায় সেসব কারখানায় তৈরি হচ্ছে বাহারি সব টুপি।
কামরাঙ্গীরচর ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
- শ্রমিকদের দক্ষ হাতে তৈরি হচ্ছে টুপি।
- হাতের কাজগুলো একে একে ফুটে উঠছে টুপির গায়ে।
- টুপি কারখানার শ্রমিকদের বড় একটি অংশ নারী।
- তাদের কেউ কেউ হাতে কাজ করেন, কেউ করেন অ্যামব্রয়ডারির কাজ।
- মেশিনে প্রস্তুতের পর হাতে কেটে নেওয়া হচ্ছে টুপির বাড়তি অংশ।
- টুপি সেলাইয়ে ব্যস্ত কারিগর।
- টুপি তৈরির শেষ ধাপে করতে হয় ইস্ত্রির কাজ।
- থরে থরে সাজানো টুপি, পৌঁছে যাবে রাজধানীর বিভিন্ন মার্কেটে।