এটিইউ’র হাতে পলাতক জঙ্গি গ্রেফতার
৯ এপ্রিল ২০২৪ ১৯:১৯
ঢাকা: নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরির’র পরোয়ানাভুক্ত পলাতক আসামি আশিকুর রহমান ধ্রুবকে (৩৪) গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তার নামে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি এবং সিএমপির কোতয়ালি থানায় একটি সন্ত্রাসবিরোধী মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন। পরে তদন্ত কর্মকর্তা আসামি ধ্রুবর বিরুদ্ধে চার্জশিট দিলে আদালত চার্জ গঠন করে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তিনি প্রায় ১০/১২ বছর ধরে ছদ্মবেশে আত্মগোপনে ছিলেন।’
মাহফুজুল আলম জানান, অ্যান্টি টেরোরিজম ইউনিট গোয়েন্দা তথ্য সংগ্রহ করে ধ্রুবকে গ্রেফতার করে। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনুনাগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইউজে/পিটিএম