Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ১৯:২৩ | আপডেট: ৯ এপ্রিল ২০২৪ ২২:৩২

চট্টগ্রাম ব্যুরো: সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দু’জন নিহত হয়েছেন। তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শীতলপুর ইউনিয়নের চৌধুরী ঘাটা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন চন্দ্র ঘোষ সারাবাংলাকে বলেন, ‘মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দাঁড়িয়ে থাকা ট্রাকে কুমিল্লা থেকে আসা গ্রামবাংলা নামে একটি বাস ধাক্কা দেয়। এতে বাসের চালক ও এক যাত্রী নিহত হন। তাদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনায় তিন জন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা ঘটনাস্থলে এসেছি।’

সারাবাংলা/আইসি/পিটিএম

টপ নিউজ ট্রাক ধাক্কা বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর