Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছে শতভাগ কারখানা’

স্টাফ করেসপন্ডেন্ট
৯ এপ্রিল ২০২৪ ২২:৪৪

এস এম মান্নান কচি, ফাইল ছবি

ঢাকা: পোশাকখাতের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক রফতানিকারক মালিকদের সংগঠন বিজিএমইএ।

মঙ্গলবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিএমইএ’র নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি এস এম মান্নান (কচি) শ্রমিকদের পাওনাদি পরিশোধ করায় পোশাক শিল্পখাতের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।

এস এম মান্নান কচি বলেন, ‘সরকারের ঐকান্তিক সহযোগিতায় এবারও শ্রমিক ভাই-বোনেরা যাতে উৎসবমুখর পরিবেশে পরিবার-পরিজন নিয়ে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেই লক্ষ্যে বিজিএমইএ’র সরাসরি হস্তক্ষেপে শ্রমিকদের বেতনভাতা নিশ্চিত করা হয়েছে।’

ঈদের আগে বেতন ভাতা বিষয়ে সমস্যা হতে পারে এরকম ৪৫০টি কারখানা প্রতিষ্ঠানকে ক্লোজ মনিটরিংয়ের আওতায় এনে বিজিএমইএ সমস্যার ধরন বুঝে সমাধানের উদ্যোগ নেয়। ধরতে গেলে শতভাগ কারখানায় মার্চ মাসের বেতন এবং ঈদুল ফিতরের ভাতা পরিশোধ করা হয়েছে। ২/১টি কারখানার বেতন-ভাতা প্রক্রিয়াধীন রয়েছে, যা পরিশোধ করা হবে।

রফতানিমুখী পোশাক শিল্পের কার্যক্রমসহ দেশের রফতানি বাণিজ্য সচল রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান বিজিএমইএ সভাপতি।

সারাবাংলা/পিটিএম

পরিশোধ বিজিএমইএ শ্রমিকদের বেতন

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর