ভোগান্তি কম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে, অস্বস্তি দাউদকান্দি ব্রিজে
১০ এপ্রিল ২০২৪ ০৮:৩৩
কুমিল্লা থেকে: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো যাত্রীদের চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়লেও নির্বিঘ্নে যান চলাচল করছে। মহাসড়কের কোথাও যাত্রী ভোগান্তি না থাকলেও দাউদকান্দি ব্রিজের টোল প্লাজার দুই পাশে মাঝেমধ্যেই বিভিন্ন কারণে গাড়ির গতি শ্লথ হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে কর্তৃপক্ষ বলছে, ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সমন্বিতভাবে কাজ করছে পুলিশ, হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৯ এপ্রিল) সরেজমিনে ঢাকা থেকে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা ও ফেনী অভিমুখী বিভিন্ন বাস কাউন্টারে যাত্রীদের চাপ দেখা যায়। তবে পর্যাপ্ত বাস থাকায় যাত্রীদের তেমন অপেক্ষা করতে হচ্ছে না বলেই দেখা গেছে। এসি বাস সার্ভিসগুলোর কাউন্টারে তেমনটা দেখা না গেলেও রাজধানীর সায়েদাবাদে অবস্থিত বিভিন্ন বাস কাউন্টারে নন এসি বাস সার্ভিসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগও জানায় যাত্রীরা।
এদিন সরেজমিনে দেখা যায়, সকালে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি ব্রিজের ওপর গাড়ি অকেজো হয়ে গেলে কিছুটা যানজটের সৃষ্টি হয়। তবে খুব দ্রুতই তা স্বাভাবিক হয়ে আসে। পরবর্তীতে বিকেলের দিকেও একই স্থানে গাড়ি অকেজো হলে তা আবার যানজটের সৃষ্টি করে। ব্রিজের উল্টোদিকে ঢাকা অভিমুখী টোলপ্লাজায় গাড়ি চলাচলে কিছুটা ধীরগতি দেখা যায়।
টোল প্লাজা কর্তৃপক্ষ জানায়, হঠাৎ গাড়ির সংখ্যা বেড়ে গেলে চাপ বেড়ে যায় টোল প্লাজায়। সেই সময় কিছু গাড়ি জমে যায় পেছনে। তবে খুব দ্রুতই সেই পরিস্থিতি সামলে নেওয়া হচ্ছে।
কুমিল্লা দাউদকান্দি হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, গত সোমবার (৮ এপ্রিল) রাতে মহাসড়কে যানবাহনের চাপ বেশি ছিল। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখ লেনে যানবাহনের চাপ বেশি দেখা গেছে। যাত্রীবাহী যানবাহনের সাথে রয়েছে রফতানিমুখী পণ্য ও সবজিবাহী ট্রাক ও কাভার্ডভ্যান। তবে কোনো দুর্ভোগ ছাড়াই মহাসড়কে গাড়ি চলাচল করছে।
জানতে চাইলে হাইওয়ে পুলিশের কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপারের পদে থাকা অ্যাডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম সারাবাংলাকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আমাদের অংশে কোথাও তেমন কোনো যানজ্জট নেই। যাত্রীদের বিড়ম্বনা কমাতে মহাসড়কে যানজটপ্রবণ ২৬টি স্থান চিহ্নিত করে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। এর ফলে কোথাও কোনো সমস্যা হচ্ছে না যান চলাচলে।
তিনি বলেন, কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে অ্যাম্বুলেন্সের পাশাপাশি প্রস্তুত রয়েছে বিশেষ কুইক রেসপন্স টিম। পোশাকধারী পুলিশের পাশাপাশি সড়কে কাজ করছে কমিউনিটি পুলিশ।
তিনি আরও বলেন, মহাসড়কে কোথাও কোনো অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। জরুরি প্রয়োজনে ব্যবহার হওয়া ট্রাক, কাভার্ড ভ্যানগুলোই শুধুমাত্র এখন সড়কে আছে। সব মিলিয়ে মহাসড়কে ঈদযাত্রায় যাত্রীরা নির্বিঘ্নেই চলাচল করতে পারছে।
দুর্ঘটনাজনিত কারণে কিংবা টোলপ্লাজায় যদি যানবাহনের জটলা তৈরি হয়, সেজন্য হাইওয়ে পুলিশের পক্ষ থেকে নানা ব্যবস্থা রাখা হয়েছে বলেও দাবি করেন অ্যাডিশনাল ডিআইজি মো. খাইরুল আলম।
সারাবাংলা/এসবি/এনএস