ইভটিজিংয়ের প্রতিবাদ করায় হামলার শিকার পরিবার
২৭ মে ২০১৮ ১৫:২৭ | আপডেট: ২৭ মে ২০১৮ ১৫:৩১
।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।
গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জের বোয়ালমারী কুড়িপাইকা গ্রামে ইভটিজিং এর প্রতিবাদ করায় এক স্কুল ছাত্রীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। স্কুলছাত্রীর প্রতিবেশী যুবক রিপন মিয়া (২১) ও তার সঙ্গীদের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে।
স্থানীয়রা জানান, শুক্রবার (২৫মে) ইফতারের পর রিপন ও তার সহযোগীরা ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীর বাড়ি ভাঙচুর , লুটপাট ও মারপিট করে। এতে ওই পরিবারের সদস্যরা অতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে অন্যত্র চলে যায়। তারা গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন।
থানায় দেওয়া এজাহার থেকে জানা যায়, পারগয়ড়া বালিকা বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয় ও প্রাইভেটে যাতায়াতের সময় একই গ্রামের এজবর আলীর ছেলে রিপন দীর্ঘদিন ধরে নানাভাবে উত্যক্ত করে আসছিল। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের প্রস্তবও দেয় রিপন। কিন্তু সে প্রস্তাব প্রত্যাখ্যান করে ওই ছাত্রী। ছাত্রীর পরিবার বিষয়টি জানতে পেরে রিপনের পরিবারকে জানায়।
এতে রিপন রেগে গিয়ে ১০ থেকে ১২ জন সঙ্গীসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই ছাত্রীর বাড়িতে অতর্কিতে হামলা চালায়। তারা বাড়ির তিনটি কক্ষের দরজা, জানালা ও ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। রিপন ও সহযোগীদের হুমকি অব্যাহত থাকায় ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা অন্যত্র আশ্রয় নেয়। আতঙ্কে তারা বাড়ি ফিরতে পারছেন না।
তবে অভিযোগ অস্বীকার করে রিপন বলেন, তার বিরুদ্ধে ইভটিজিং ও বাড়িতে হামলার অভিযোগ মিথ্যা। তাকে ফাঁসানোর জন্য এই অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সারাবাংলা/টিএম