Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৪ ২০:২৩

ঢাকা: ঈদের ছুটিতে রোগীর সেবা দেখতে আকস্মিক হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

বুধবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট আকস্মিক পরিদর্শন করেন তিনি।

মূলত ঈদ ছুটিকে কেন্দ্র করে দেশের স্বাস্থ্য সেবা যাতে বিঘ্নিত না হয়, সেজন্য অপ্রত্যাশিতভাবে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দুটি পরিদর্শন করেন।

পরিদর্শনের অংশ হিসেবে সামন্ত লাল সেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি সেবা বিভাগ, বিভিন্ন ওয়ার্ড ও কিচেনসহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সিসিইউ (করোনারি কেয়ার ইউনিট) পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

পাশাপাশি হাসপাতালে চিকিৎসারত রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি তাদের চিকিৎসা পেতে কোনো অসুবিধা হচ্ছে কি না জানতে চান।

সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল দু’টিতে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত অন্যান্য কর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় মন্ত্রী তাদের উদ্দেশে বলেন, ‘প্রতি ঈদের ছুটিতে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে, হাসপাতালে ডাক্তার থাকে না, নার্স থাকে না। সেবা নিতে আসা রোগীরা চিকিৎসা পায় না। এবার এটা হতে দেওয়া যাবে না।’

সারাবাংলা/পিটিএম

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর