Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডর্টমুন্ডকে হারিয়েও স্বস্তিতে নেই অ্যাটলেটিকো

স্পোর্টস ডেস্ক
১১ এপ্রিল ২০২৪ ০৩:১০

কোয়ার্টার ফাইনালের এই ম্যাচ নিয়ে খুব একটা আলোচনা ছিল না ড্রয়ের পর থেকে। তবে অ্যাটলেটিকো মাদ্রিদ-বরুশিয়া ডর্টমুন্ড ম্যাচ শেষ পর্যন্ত জমজমাট ভাবেই শেষ হয়েছে।  দুই গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত এক গোল হজম করে কিছুটা অস্বস্তি নিয়েই প্রথম লেগ শেষ করল অ্যাটলেটিকো। প্রথম লেগে তাই ২-১ গোলে হেরেও সেমির আশা বেঁচে থাকল ডর্টমুন্ডের।

ম্যাচের শুরু থেকে দাপট ছিল অ্যাটলেটিকোরই। মাত্র ৪ মিনিটের মাথায় লিড নেয় অ্যাটলেটিকো। ডর্টমুন্ড রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার ডি পল।

৩২ মিনিটে আবারও গোলের দেখা পায় অ্যাটলেটিকো। গ্রিজমানের বাড়ানো বলে গোল করতে ভুল করেননি স্যামুয়েল লিনো। ২-০ গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে স্প্যানিশ দলটি।

বিরতির পর খানিকটা ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ছিল জার্মান ক্লাবটি। বেশ কয়েকটি সুযোগও তৈরি করেছিল তারা। তবে গোল যেন আসছিল না।

অবশেষে ৮১ মিনিটে ব্যবধান কমায় ডর্টমুন্ড। হালারের দারুণ এক গোলে ম্যাচে ফেরে তারা। বাকি সময়ে অবশ্য আর গোলের দেখা পায়নি দুই দলের কেউই। ২-১ গোলের জয় নিয়েই প্রথম লেগ শেষ করল অ্যাটলেটিকো।

আগামী ১৭ এপ্রিল ডর্টমুন্ডের মাঠে দ্বিতীয় লেগে মাঠে নামবে অ্যাটলেটিকো।

সারাবাংলা/এফএম

অ্যাটলেটিকো মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ টপ নিউজ ডর্টমুন্ড


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর