Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ হোক : পররাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৪ ১৩:৩২

চট্টগ্রাম ব্যুরো: ঈদুল ফিতরের প্রার্থনায় দেশ থেকে সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ চেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামে নিজ বাড়িতে নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। এর আগে, সকালে পররাষ্ট্রমন্ত্রী সুখবিলাস গ্রামে জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

বিজ্ঞাপন

এরপর নিজ বাড়িতে আগতদের ঈদের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, আমাদের দেশে যে সম্প্রীতি আছে, সেই সম্প্রীতির বন্ধনকে যেন আরও দৃঢ় করতে পারি। একইসাথে আমাদের দেশ থেকে অপরাজনীতি যেন চিরতরে দূর হয়। প্রার্থনা করি, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি-স্থিতি বিরাজমান এবং আজ বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন-অগ্রগতি যেন আরো বেগবান হয়।’

তিনি বলেন, ‘হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এদেশ রচিত হয়েছে। আমাদের দেশ থেকে যেন সমস্ত সম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে, এদেশে যেন আমরা সব সম্প্রদায়, সব মত-পথের মানুষ একসাথে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি সেই প্রার্থনা করি। ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে, সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনইউ

টপ নিউজ পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর