Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ৬

স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা
১২ এপ্রিল ২০২৪ ১০:৩৮

গ্যাস বিস্ফোরণ- প্রতীকী ছবি

রাজধানীর ভাসানটেকের কালভার্ট রোডে একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) ভোর ৪টার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় এ দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে দগ্ধরা হলেন— মো. লিটন (৪৮) ও তার স্ত্রী সূর্য বানু (৩০); তাদের তিন সন্তান লিজা (১৮), লামিয়া (৭) ও সুজন (৮); এবং লিটনের শাশুড়ি মেহরুন্নেছা (৮০)।

প্রতিবেশী ভাড়াটিয়া ময়না বেগম জানান, লিটনের বাড়ি ময়মনসিংহ। পরিবার নিয়ে কালভার্ট রোডের দুই তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেন। এলাকাতেই ফার্নিচার ব্যবসা রয়েছে তার। রাতে বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে লিটন মশার কয়েল জালানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটে। এতে পরিবারটির ছয়জনই দগ্ধ হন।

ময়না বেগম বলেন, ওই বাসায় তারা গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। সবাই বলছে, সিলিন্ডারের লিকেজ থেকে বাসায় গ্যাস জমে ছিল। ম্যাচ জ্বালাতেই ওই গ্যাস থেকে বিস্ফোরণ ঘটেছে।

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. তরিকুল ইসলাম জানান, লিটনের শরীরের ৬৭ শতাংশ, তার স্ত্রী সূর্য বানুর শরীরের ৮২ শতাংশ ও শাশুড়ি মেহেরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ দগ্ধ হয়েছে। লিটন-সূর্য দম্পতির তিন সন্তানের মধ্যে লিজার শরীরের ৩০ শতাংশ, লামিয়ার শরীরের ৫৫ শতাংশ ও সুজনের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।

সারাবাংলা/এসএসআর/টিআর

গ্যাস সিলিন্ডার বিস্ফারণ


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর