‘ক্লান্ত’ সিটিকে নিয়ে দুশ্চিন্তায় গার্দিওলা
১৩ এপ্রিল ২০২৪ ১০:২৩
মৌসুমের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আছেন তারা। জমজমাট এক প্রিমিয়ার লিগের শিরোপা লড়াইয়ে লিভারপুল ও আর্সেনালের সাথে সমানে সমানে লড়াই করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নস ম্যানচেস্টার সিটি। চ্যাম্পিয়নস লিগের সেমিতে ওঠার লক্ষ্যেও লড়ছে সিটিজেনরা। তবে সিটি কোচ পেপ গার্দিওলার দুশ্চিন্তায় তালিকায় সবার উপরে এখন প্রতিপক্ষ নয়। মৌসুম শেষের ক্লান্তি ও ফুটবলারদের একের পর এক ইনজুরিই দারুণ ভাবাচ্ছে তাকে। গার্দিওলা তাই বলছেন, মৌসুমের অতি গুরুত্বপূর্ণ সময়ে এসে ক্লান্তি আর ইনজুরিতেই জর্জরিত সিটি বেশ বিপাকেই পড়েছে।
ইনজুরির কারণে রিয়ালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মাঠে নামতে পারেননি দলের অন্যতম প্রাণভোমরা কেভিন ডি ব্রুইনা, ছিলেন না নিয়মিত গোলরক্ষক এডারসনও। ইনজুরিতে আছেন কাইল ওয়াকার, জন স্টোন, ফিল ফোডেনও। এদিকে রিয়ালের বিপক্ষে ম্যাচের পর বিশ্রাম চেয়ছেন রদ্রিও। সাথে যোগ হয়েছে হালান্ডের ফর্মহীনতা।
গার্দিওলা বলছেন, মৌসুমের শেষভাগে এসে দলের এমন ইনজুরি ও ক্লান্তি সমস্যা বেশ ভোগাচ্ছে তাকে, ‘আমাদের ম্যাচগুলোর দিকে তাকালেই আপনি বুঝবেন। রদ্রিও মতো ফুটবলার যদি না খেলতে চায় তাহলে আপনি তাকে খেলাতে পারবেন না। আমি সবাইকে বিশ্রাম দিতে পারব না। অনেকেই ইনজুরিতে আছে। আমরা অনেক বড় একটা সমস্যায় পড়েছি ইনজুরি ও ক্লান্তির কারণে।’
আজ রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে লুটন টাউনের মুখোমুখি হবে সিটি। এই মুহূর্তে ৩১ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে থাকা সিটির জন্য প্রতিটি ম্যাচ এখন ‘ফাইনাল’। গার্দিওলা অবশ্য জানালেন, ক্লান্তি নিয়েই লুটনের বিপক্ষে জিততে হবে তাদের, ‘আমরা গত কয়েক ম্যাচ ধরেই ক্লান্তি নিয়ে খেলছি। লুটনের বিপক্ষেও হয়তো এমনটা হবে। তবে যাই হোক আমাদের এই ম্যাচে জিততেই হবে।’
লুটনের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য সুসংবাদ পাচ্ছে সিটি। ইনজুরি কাটিয়ে একাদশে ফিরছেন এডারসন।
সারাবাংলা/এফএম