Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিডনির শপিংমলে ছুরিকাঘাতে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৩ এপ্রিল ২০২৪ ১৪:৪৮ | আপডেট: ১৩ এপ্রিল ২০২৪ ১৮:৫৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার সিডনি শহরের একটি শপিংমলে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পরে একজন পুলিশ কর্মকর্তার গুলিতে হামলাকারী নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। সিডনির স্থানীয় সময় শনিবার (১৩ এপ্রিল) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সিডনির ওয়েস্টফিল্ড বন্ডি জংশন শপিং মলে এ ঘটনা ঘটেছে। শপিংমলে আচমকা গুলির শব্দ শোনা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ পৌঁছে যায় ও শপিংমল খালি করে ফেলে। শপিংমল থেকে কয়েকশ লোককে সরিয়ে নেওয়া হয়।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে বলেছে, সাধারণ মানুষদের এলাকাটি এড়িয়ে চলার জন্য অনুরোধ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

বিজ্ঞাপন

পুলিশ সহকারী কমিশনার অ্যান্টনি কুক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন, পুলিশের গুলিতে ছুরি হামলাকারী নিহত হয়েছে।

অ্যান্টনি কুক বলেন, ঘটনাস্থলের পাশে একজন পুলিশ অফিসার ছিলেন। তিনি হামলাকারীকে ধাওয়া দেন। তার ধাওয়া খেয়ে হামলাকারী শপিংমলের পাঁচ তলায় চলে যায়। তাকে ধরতে ওই পুলিশ অফিসার পিছু নেন। তখন হামলাকারী পুলিশ অফিসারকে ছুরিকাঘাতে উদ্যত হলে তিনি গুলি ছুঁড়েন। এতে হামলাকারীর মৃত্যু হয়।

সারাবাংলা/আইই

অস্ট্রেলিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর