Thursday 17 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফের টেকনাফ সীমান্ত দিয়ে ৮ বিজিপি সদস্যের অনুপ্রবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৬ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৪ ০১:৪৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিয়ানমার সীমান্ত। ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের দুটি সীমান্ত পয়েন্ট দিয়ে ফের মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) আট সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

রোববার (১৪ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে হোয়াইক্যংয়ের জিম্বংখালী সীমান্ত পয়েন্ট দিয়ে পাঁচজন এবং খারাংখালী পয়েন্ট দিয়ে তিনজন অনুপ্রবেশ করেন। এ সময় তাদের হেফাজতে নিয়ে যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি।

টেকনাফ ২ বিজিবি সূত্র জানিয়েছে, রোববার ভোরে মিয়ানমারের সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের মুখে প্রাণের ভয়ে বিজিপির আট সদস্য অস্ত্রসহ পালিয়ে আসেন। তাদের প্রথমে নিরস্ত্র করে হেফাজতে নেয় বিজিবি। পরে তাদের জিম্বংখালী খালী ও খারাংখালী বিওপিতে রাখা হয়।

বিজ্ঞাপন

এরই মধ্যে টেকনাফ ব্যাটালিয়নের বিজিবি অধিনায়ক পালিয়ে আসা সদস্যদের দেখতে বিওপি দুটি পরিদর্শন করেছেন। এরপর মিয়ানমার থেকে পালিয়ে আসা আট বিজিপি সদস্যকে আনুষ্ঠানিকতা শেষে হ্নীলা উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।
সারাবাংলা/টিআর

টপ নিউজ বাংলাদেশে আশ্রয় বিজিপি মিয়ানমার সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর