Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাতের আঁধারে নষ্ট করা হয়েছে কৃষকের ধানক্ষেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৪ ১৮:২৬

দিনাজপুর: এক কৃষকের জমিতে রাতের আঁধারে বিষ স্প্রে করে ধান নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ধান নষ্ট হওয়ায় দিশেহারা ওই জমির কৃষক মমিনুর ইসলাম।

রোববার (১৪ এপ্রিল) সরেজমিনে দেখা গেছে, দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নং বিনোদনগর ইউনিয়নের গাজীপুর গ্রামের মমিনুর ইসলাম এর ৩৮ শতক জমিতে বিষ প্রয়োগ করে ধান নষ্ট করে দিয়েছে প্রতিপক্ষরা।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে ক্ষতিগ্রস্ত চাষী মমিনুর ইসলাম ।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কৃষক মমিনুর ইসলামের দীর্ঘদিন ধরে ভোগ দখলকতৃ দখলের চেষ্টা করে আসছেন একই গ্রামের মো. নুরজামান। ওই জমি নিয়ে আদালতে মামলাও চলছে।

পরে চলতি মৌসুমে ওই জমিতে হাইব্রিড ধান রোপণ করা হয়েছে। ধান রোপণের পর থেকেই প্রতিপক্ষরা হুমকি দিয়ে আসছিল। এর ফলশ্রুতিতে শনিবার (১৩ এপ্রিল) রাতে ধানের জমিতে বিষপ্রয়োগ করে ধান গাছগুলো নষ্ট করে ফেলা হয়েছে।

নবাবগঞ্জ থানার (ওসি) তৌহিদ ইসলাম বলেন, ‘থানায় অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে । তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/একে

কৃষক ধান নষ্ট রাতের আঁধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর