Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাহারের বিদায়, সিএমপিতে আসছেন মাহবুব


২৭ মে ২০১৮ ১৬:৫৫

।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।

চট্টগ্রাম ব্যুরো: অপরাধ নিয়ন্ত্রণে ব্যর্থতায় সমালোচিত চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) কমিশনার মো. ইকবাল বাহারকে অবশেষে বিদায় নিতে হচ্ছে। নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি পদমর্যাদার মো. মাহাবুবুর রহমান। তিনি বর্তমানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে কর্মরত আছেন।

রোববার (২৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক আদেশে মাহবুবুর রহমানকে বদলির বিষয়টি জানানো হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব ধনঞ্জয় দাশ ইকবাল বাহারকে বদলির আদেশ জারি করেন।

ইকবাল বাহারকে পুলিশ সদর দফতরের অতিরিক্ত আইজি (টেলিকম) হিসেবে চলতি দায়িত্বে বদলি করা হয়েছিল। তবে সেসময় নতুন কাউকে সিএমপি কমিশনারের দায়িত্ব দেওয়া হয়নি।

নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়া মাহবুবুর রহমান এর আগে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেন।

ইকবাল বাহার ২০১৬ সালের ১০ এপ্রিল থেকে সিএমপি কমিশনার হিসবে দায়িত্ব পালন করে আসছিলেন।
সিএমপিতে যোগ দেওয়ার পর থেকে বিভিন্ন আলোচনা-সমালোচনায় জড়িয়েছিলেন ইকবাল বাহার। সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ড নিয়ে শুরুতেই চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন এই কর্মকর্তা। ছাত্রলীগ নেতা সুদীপ্ত বিশ্বাস, যুবদল নেতা মো. হারুন, যুবলীগ নেতা মহিউদ্দিনসহ বেশ কয়েকটি চাঞ্চল্যকর রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে ইকবাল বাহারের মেয়াদে। কিন্তু এসব হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার, রহস্য উদঘাটনে ব্যর্থতার অভিযোগ আছে সিএমপির বিরুদ্ধে।

এ ছাড়া পুরো চট্টগ্রামের নগরী পরিণত হয়েছে ছিনতাইয়ের শহরে। পুলিশ ছিনতাইয়ের ঘটনা ধামাচাপা দিতে তৎপর থাকেন বলেও অভিযোগ আছে।

অপরাধ দমনে ব্যর্থতা, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা অপরাধীদের নিয়ন্ত্রণ করতে না পারা, সিএমপির চেইন অব কমান্ড ভেঙ্গে যাওয়াসহ বিভিন্ন সমালোচনার মধ্যেই বিদায় নিতে হচ্ছে ইকবাল বাহারকে।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে মাহবুবুর রহমান এবং ইকবাল বাহার উভয়ই বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

সারাবাংলা/আরডি/এমআই


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর