ঢাবির প্রো-ভিসি হলেন ড. মুহাম্মদ সামাদ
২৭ মে ২০১৮ ১৬:৫৭ | আপডেট: ৬ জুন ২০১৮ ১১:১৪
।। ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট।।
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক ড. আব্দুস সামাদ।
আব্দুস সামাদ সারাবাংলাকে বলেন, ‘রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ স্বাক্ষরিত নিয়োগের কপি রোববার (২৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ে এসে পৌঁছায়। শিক্ষা মন্ত্রণালয় থেকে ফোন করে আমাকে নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।’
তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় থেকে নিয়োগ নিয়ে আসতে লোক পাঠানো হয়েছে।’
শিক্ষকতার পাশাপাশি অধ্যাপক ড. মুহম্মদ সামাদ কবি হিসেবে পরিচিত। তিনি জাতীয় কবিতা পরিষদের সভাপতি।
এছাড়াও তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের আহ্বায়কের দায়িত্বও পালন করছেন।
এর আগে ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত চার বছর তিনি ইউনিভার্সিটি অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি সায়েন্সেস এর উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৫৮ সালে জামালপুরে জন্মগ্রহণ করা মুহাম্মদ সামাদের শিক্ষকতার বয়স ৩৪ বছর। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের উইনোনা স্টেট ইউনিভার্সিটিতে ভিজিটিং অধ্যাপক ছিলেন।
সারাবাংলা/টিআর/এমএইচ