Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ২১ কোটি টাকা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৪ ২২:২১

ঢাকা: ঈদের ছুটিতে ৮ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সাত দিনে পদ্মা সেতু হয়ে ২ লাখ ১৩ হাজার ২৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সময়ে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকা। ২০২৩ সালে ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের সময় পদ্মা সেতু দিয়ে ১ লাখ ৬৩ হাজার ৭৭৮টি যানবাহন পারাপার হয়। ওই সময় টোল আদায় হয়েছিল ১৪ কোটি ৬১ লাখ ৬৬ হাজার ৫৫০ টাকা।

সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর যাতায়াতের প্রধান প্রবেশদ্বার পদ্মা সেতু হয়ে এবার ঈদের ছুটিতে ৮ থেকে ১১৪ এপ্রিল পর্যন্ত ২ লাখ ১৩ হাজার ২৭৯টি যানবাহন পারাপার হয়েছে। এই সাত দিনে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে টোল আদায় হয়েছে ২১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার ৫৫০ টাকা।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে এক মিনিটের জন্য সেতুতে যান চলাচল বন্ধ হয়নি। নির্বিঘ্নে পদ্মাসেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ যাতায়াত করতে পারছে।’

জানা গেছে, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত দিয়ে গত ৮ এপ্রিল ২০ হাজার ৮৫১ টি, ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৭০৫টি, ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩টি এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯৬টি ও ১৪ এপ্রিল ১১ হাজার ৬২৫টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে এ সাতদিনে টোল আদায় হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার ৯৫০ টাকা।

অন্যদিকে, পদ্মা সেতুর জাজিরা প্রান্ত দিয়ে ৮ থেকে ১৪ এপ্রিল এই সাতদিনে যথাক্রমে ১০ হাজার ৯৪৯টি, ১৪ হাজার ৮৭৪টি, ৮ হাজার ৫১০টি, ৭ হাজার ৪৬৫টি, ১২ হাজার ১০০টি এবং ১৫ হাজার ৫৯৬টি ও ২৩ হাজার ৩০১ টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এই সময়ে টোল আদায় হয়েছে মোট ১০ কোটি ২০ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/পিটিএম

টোল আদায় পদ্মাসেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর