Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কৃষিখাতের উন্নয়নে চালু হলো ডিসিসিআই এগ্রো সার্ভিস হেলপ ডেস্ক


২৭ মে ২০১৮ ১৭:০০

।। সিনিয়র করেসপন্ডেন্ট ।।

ঢাকা: কৃষিখাতে সংশ্লিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ীদের সহায়তা দিতে এগ্রো সার্ভিস হেলপ ডেস্ক চালু করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। রোববার (২৭ মে) সকালে ঢাকা চেম্বার ভবনে সংগঠনটির ঊর্ধ্বতন সহ-সভাপতি কামরুল ইসলাম এই সেবার উদ্বোধন করেন। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ইউএসএআইডি’র এগ্রিকালচার ভ্যালু চেইনস প্রকল্পের সহযোগিতায় সেবাটি পরিচালনা করবে ডিসিসিআই। হেলপ ডেস্ক থেকে গ্লোবাল গ্যাপ-এর সার্টিফিকেট ও লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া, কৃষক ও কৃষিখাতের উদ্যোক্তাদের কৃষি পণ্যের বহুমুখীকরণ, গ্লোবাল গ্যাপ সম্পর্কিত তথ্য ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার পাশাপাশি বাজার সম্প্রসারণে সার্বিক সহায়তা দেওয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিসিআই’র সহ-সভাপতি রিয়াদ হোসেন, পরিচালক ইমরান আহমেদ, কে এম এন মঞ্জুরুল হক, মহাসচিব এএইচএম রেজাউল কবির ও ইউএসএআইডি’র এগ্রিকালচার ভ্যালু চেইনস প্রকল্পের চিফ অব পার্টি পল বানডিক এবং গ্লোবাল গ্যাপ-এর প্রতিনিধি লিসা হেনিমেন।

সারাবাংলা/ইএইচটি/এটি

** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর