Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সেতু থেকে যাত্রীবাহী বাস পড়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
১৬ এপ্রিল ২০২৪ ০৯:৩৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৪ ১৩:৩৪

ভারতের ওডিশায় সেতু থেকে যাত্রীবাহী বাস নিচে পড়ে একজন নারীসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (১৫ এপ্রিল) রাতে রাজ্যটির জাজপুর জেলায় এই দুর্ঘটনা ঘটে। বাসটি কোলাকাতার উদ্দেশে যাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ। খবর এনডিটিভি।

ওই প্রতিবেদনে বলা হয়, বাসটি পুরী থেকে কলকাতা যাওয়ার পথে ন্যাশনাল হাইওয়ে-১৬ এর বরাবতী সেতুতে গতকাল সোমবার রাত ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এ সময় বাসটিতে ৪০ জন যাত্রী ছিল।

বিজ্ঞাপন

দুর্ঘটনার পর পর জাজপুরের পুলিশ সুপার, চিকিৎসকদের একটি দল এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজ তদারকি করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা বাস কেটে হতাহতদের উদ্ধার করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। একইসঙ্গে নিহতের প্রত্যেক পরিবারকে তিন লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

সারাবাংলা/এনএস

ওড়িশা ভারত

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর