খাগড়াছড়িতে বৈশাখী মেলা শুরু
১৬ এপ্রিল ২০২৪ ১৩:০৭
খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের উপজেলা মাঠে নববর্ষ উপলক্ষে বস্ত্র, হস্ত ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে।
খাগড়াছড়ি জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আয়োজিত মেলায় দেশি-বিদেশি বিভিন্ন পণ্যের শতাধিক স্টলসহ প্রতিদিন সন্ধ্যায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল সোমবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় মেলার শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
মেলার প্রধানতম উদ্যোক্তা খাগড়াছড়ি যুব মহিলা লীগের সভাপতি বিউটি রানী ত্রিপুরা বলেন, ‘হস্ত, বস্ত্র, ক্ষুদ্র কুটির শিল্পে প্রচার-প্রকাশ ঘটানো ও বৈশাখীর আনন্দ আরও বাড়িয়ে দেওয়া মেলার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. মনির আহাম্মদ, দফতর সম্পাদক চন্দন কুমার দে, জেলা আওয়ামী লীগের আফতাব উদ্দিন চৌধুরী ও শামীম আহম্মেদ চৌধুরী, খাগড়াছড়ি যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম চৌধুরী এবং সদর উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আকতার হোসেনসহ অনেকে।
আগামী বুধবার থেকে মেলা পুরো দমে চালু হবে বলে আশা করছেন আয়োজকরা।
সারাবাংলা/এমও