Monday 07 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিশোরীকে ধর্ষণের অভিযোগ কিশোর গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৭:৩৮

ঝালকাঠি: নলছিটিতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শাওন সরদার (১৭) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে বাবুর বাড়ি এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

ধর্ষণের ঘটনায় মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে ওই কিশোরীর মা বাদি হয়ে নলছিটি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত শাওন সরদার উপজেলার পরমপাশা এলাকার রিকশা চালক খোকন সরদারের ছেলে।

বিজ্ঞাপন

কিশোরীর মা জানান, মোবাইল ফোনে তার মেয়ের সঙ্গে শাওন সরদারের মাঝেমধ্যে কথা হতো। সোমবার বিকেলে তার মেয়েকে ওই ছেলে ঘুরতে নিয়ে যায়। বিভিন্ন স্থানে ঘুরে রাতে সিদ্ধকাঠি বাবুর বাড়ি এলাকায় একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা আটক করে থানায় খবর দিলে পুলিশ দু’জনকে নিয়ে যায়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলি বলেন, ‘ধর্ষণের ঘটনায় ওই কিশোরীর মা বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/এমও

কিশোর গ্রেফতার কিশোরীকে ধর্ষণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর