Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সর্ব্বোচ তাপমাত্রা চুয়াডাঙ্গায়, বিপর্যস্ত জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ১৮:০৮

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় এখানে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এপ্রিল মাসে এ তাপপ্রবাহ অব্যাহত থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা নেই। তাপপ্রবাহের প্রভাব পড়েছে সাধারণ মানুষের ওপর।

তাপপ্রবাহের ফলে খেটে খাওয়া কর্মজীবী মানুষেরা কাজে ফিরতে পারেনি। অনেকটা কর্মহীন দিন পার করছেন তারা।

চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, চুয়াডাঙ্গা জেলায় মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর ৩টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ২৭ শতাংশ। এদিন দুপুর ১২টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সে সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪৩ শতাংশ।

তিনি আরও জানান, এপ্রিল মাসব্যাপী মাঝারি ও তীব্র তাপপ্রবাহের সঙ্গে সঙ্গে এ আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা জনজীবন তাপপ্রবাহ সর্ব্বোচ তাপমাত্রা

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর