Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কিশোর গ্যাংয়ের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৪ ২৩:০২

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বেপরোয়া হয়ে উঠা কিশোর গ্যাংয়ের সদস্যসহ তাদের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এ কথা জানিয়েছেন।

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘আমরা কিশোর গ্যাং দেখতে চাই না। কিশোর গ্যাংয়ের অপতৎপরতা যেভাবে বৃদ্ধি পেয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক। তাদের হাত থেকে নিরীহ মানুষ, চিকিৎসক, ব্যবসায়ী, শিক্ষক থেকে শুরু করে কেউ রক্ষা পাচ্ছে না। শুধু কিশোর গ্যাং নয়, তাদের গড ফাদারদেরকেও আইনের আওতায় আনা হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী ৮ মে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে এখানকার সীতাকুন্ড, মীরসরাই ও সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কোন ধরণের প্রভার বিস্তার করতে দেয়া হবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছিল, ঠিক উপজেলা পরিষদ নির্বাচন একইভাবে অনুষ্ঠিত হবে।’

সভায় জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, ‘আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে মাদক রোধে পুলিশ কাজ করছে। যদি কোনো গোষ্ঠী বা দল উপজেলা পরিষদ নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের ছাড় নেই। ‘

জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) যুগ্ম পরিচালক মাজাহারুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার, সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, র‌্যাবের এএসপি নাফি উদ্দিন, জেলার ডেপুটি সিভিল সার্জন ওয়াজেদ চৌধুরী অভি, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদ ও জেলার ভারপ্রাপ্ত কমান্ডার একে এম সরওয়ার কামাল দুলু।

সারাবাংলা/আইসি/একে

কিশোর গ্যাং গডফাদার চট্টগ্রাম


বিজ্ঞাপন
সর্বশেষ

সালমান শাহ্‌ স্মরণে মিলাদ মাহফিল
৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৩

নাফ নদীর মোহনায় ২ শিশুর মরদেহ উদ্ধার
৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৯

সম্পর্কিত খবর