সিটির ‘দুশ্চিন্তায়’ ঘুম হারাম হবে না আনচেলত্তির
১৭ এপ্রিল ২০২৪ ১১:৩৫
গত মৌসুমে ঘরের মাঠে ড্র করেও ম্যানচেস্টার সিটির মাঠে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে চ্যাম্পিয়নস লিগে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। এবার কোয়ার্টার ফাইনালের বাধা পার করতে সেই ইতিহাদ স্টেডিয়ামেই যাচ্ছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগের ৩-৩ গোলের জমজমাট এক ড্রয়ের পর দ্বিতীয় লেগের দিকেই চোখ সবার। ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলছেন, গতবারের সেই দুঃস্মৃতি নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। সিটিকে শক্ত প্রতিপক্ষ মেনেই জয়ের ব্যাপারে আশাবাদী রিয়াল কোচ।
সিটির মাঠে গতবারের চার গোল হজমের স্মৃতি মাথায় রাখতে চান না আনচেলত্তি, ‘আমার মনে হয় আগেরবার যা হয়েছে সেটা ভুলে গেছে সবাই। আমরা শুধু পরের ম্যাচটা নিয়েই ভাবছি। গত সপ্তাহে যা হয়েছিল সেটা নিয়েও। নিজেদের উপর বিশ্বাস রেখে লড়তে হবে। এখনো ম্যাচে সমতা আছে। ৯০ মিনিট লড়ার পর যেকোনো কিছুই হতে পারে। আমাদের যতটা সম্ভব গোলের সুযোগ তৈরি করতে হবে।’
কোয়ার্টার ফাইনালের ড্রয়ের পর থেকেই সিটি-রিয়াল ম্যাচ নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। প্রথম লেগও হয়েছে তেমন জমজমাট। আনচেলত্তিও সিটিকে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছেন, ‘সিটি ইউরোপের সেরা দলগুলোর একটি। গত কয়েক মৌসুম ধরেই তাদের সাথে জমজমাট ম্যাচ হয়ে আসছে। এবারও আশা করি তেমনটাই হবে।’
সিটিকে সমীহ করলেও তাদের নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করছেন না আনচেলত্তি, ‘কিছুতেই দুশ্চিন্তা করে আমার ঘুম নষ্ট হবে না, যদি না বেশি খেয়ে ফেলি! নিজের ফুটবলারদের উপর আমার বিশ্বাস আছে। তারা দারুণ একটা মৌসুম পার করেছে। আশা করি ভালো কিছুই হবে।’
আজ রাত ১টায় মুখোমুখি হবে সিটি-রিয়াল। প্রথম লেগ ৩-৩ গোলে সমতায় শেষ হয়েছে।
সারাবাংলা/এফএম
কার্লো আনচেলত্তি চ্যাম্পিয়নস লিগ ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদ