পিএসজির হয়ে ‘গর্বের’ চ্যাম্পিয়নস লিগ জেতার প্রত্যয় এমবাপের
১৭ এপ্রিল ২০২৪ ১২:১৩
পিএসজির হয়ে একের পর এক শিরোপা জিতলেও একটা ট্রফি এখনো ছুঁয়ে দেখা হয়নি তার। বহু আরাধ্য চ্যাম্পিয়নস লিগের কাছে গিয়েও বারবার ফিরে আসতে হয়েছে কিলিয়ান এমবাপেকে। বার্সেলোনার বিপক্ষে পিছিয়ে পরেও এমবাপের জোড়া গোলে দারুণভাবে ফিরে এসেই সেমিতে পৌঁছে গেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা। দুর্দান্ত পারফরম্যান্সের পর এমবাপে বলছেন, পিএসজির হয়ে নিজের শেষ মৌসুমে গর্বের চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেই ক্লাবকে বিদায় বলতে চান তিনি।
বহু নাটকের পর এই মৌসুম শেষেই পিএসজি ছাড়ছেন এমবাপে। খুব সম্ভবত রিয়াল মাদ্রিদেই যাবেন এই ফরাসি তারকা। পিএসজির হয়ে শেষ মৌসুমে দলকে নিয়ে গেছেন সেমিতে। বার্সাকে হারানোর পর এমবাপে বলছেন, এবার শিরোপা জিতেই চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন পূরণ করতে চান তিনি, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন বহু বছরের। প্রথম দিন থেকেই আমি এই ক্লাবের হয়ে খেলতে পেরে গর্বিত। ক্লাবের হয়ে আমি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই। এটা ক্লাব ও আমার জন্য বিশেষ কিছু। এটা অবশ্যই গর্বের একটা শিরোপা। ফাইনালে যেতে আর একটা ধাপ পার করতে হবে। আমাদের তাই শান্ত থাকতে হবে।’
টানা দুই মৌসুমে শেষ ১৬ থেকেই বিদায় নিয়েছিল পিএসজি। এবারও কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের দ্বারপ্রান্তে থাকা দলকে রক্ষা করেছেন এমবাপে। বার্সাকে অবিশ্বাস্যভাবে হারানোর রাতটা বহুদিন মনে থাকবে এমবাপের, ‘আমরা যদি এই ম্যাচ হেরেও যেতাম তাও আমি গর্বিত থাকতাম। এরকম রাত বারবার আসে না। আমরা সবাই দারুণ আনন্দিত। যে দলকে আমরা হারাতে চেয়েছিলাম তাদের নিজেদের মাঠেই হারিয়েছি। সমর্থকরা অনেক দূর থেকে এখানে খেলা দেখতে এসেছিলেন। তাদের সবাইকে অনেক ধন্যবাদ।’
সেমিতে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পিএসজি।
সারাবাংলা/এফএম