Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঝালকাঠির সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১৪, তদন্ত কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৪ ১৭:৩৭

বরিশাল: ঝালকাঠির গাবখান সেতু টোলপ্লাজায় ট্রাক, অটোরিকশা ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) দুপুর ২টার দিকে গাবখান সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।

ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহিতুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের গাবখান সেতুর টোলপ্লাজায় সিমেন্টবাহী একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে টোল দেওয়ার অপেক্ষায় থাকা কয়েকটি গাড়িকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে চলে যায় এতে দুটি শিশু, দুইজন নারী ও তিনজন পুরুষসহ সাতজন ঘটনাস্থলে মারা যান। এছাড়া হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও সাতজন। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার সঠিক কারণ খুঁজতে ঝালকাটি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে কমিটির প্রধান করা হয়েছে।

ঝালকাঠির সিভিল সার্জন কর্মকর্তা এস এম জহিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে সাতজন নিহত হয়েছেন। এছাড়া ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজন এবং আশঙ্কাজন অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়।

সারাবাংলা/ইআ

ঝালকাঠি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর